জমানো পয়সায় ভরা ব্যাংক ‘নৌকার জন্য’ মন্ত্রীকে দিল শিশু সিয়াম

কিশোর বাংলা প্রতিবেদন: মুক্তিযোদ্ধা নানা ও দাদার কাছে স্বাধীনতার গল্প শুনে শিশু মনে জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, নির্বাচন সামনে রেখে তাই দলটির প্রতীক ‘নৌকা’ কিনতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অনেক দিনের জমানো খুচরা পয়সায় ভরা মাটির ব্যাংকটি তুলে দিল দ্বিতীয় শ্রেণির ছাত্র শেখ সিয়াম।

ঢাকার মগবাজার এলাকার একটি স্কুলের ছাত্র সিয়াম এক বছর ধরে ওই ব্যাংকে জমিয়েছিল টাকা আর খুচরো পয়সা। স্কুলে টিফিনের জন্য দেওয়া টাকার একটি অংশ বাঁচিয়ে তা-ই এতে জমা করত সে।ব্যাংকটি ভাঙা দূরে থাক, কাউকে কাছে ঘেঁষতে দিত না ছেলেটি।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবার বিকালে তাদের বাসায় গেলে ব্যাংকটি তার হাতে তুলে দেয় সিয়াম।

সিয়ামের বাবার নাম শেখ মো. খায়রুজ্জামান। তাদের বাসা মগবাজারের সোনালীবাগে। নানা মো. ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

আর মন্ত্রী তাকে শত শত চকলেট দিয়েছে জানিয়ে ছেলেটি বলে, এখন সে অনেক খুশি।