জবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কিশোর বাংলা প্রতিবেদন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‘শিশুদের মানসিক বিকাশে অভিভাবকের ভূমিকা’ শীর্ষক সেমিনার থেকে শিশুদের মাঝে খাতা, কলম, পেনসিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পোগজ ল্যাবরেটরি স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
এ সময় উপাচার্য বলেন, প্রত্যেকটি শিশু জন্মগতভাবে কিছু অভ্যাস নিয়ে আসে। যেমন শিশুদের নেওয়া-দেওয়ার অভ্যাস করাতে হবে। কারো সঙ্গে কিছু শেয়ার করে খাওয়া, নিজের খেলনা দিয়ে অন্যের সঙ্গে শেয়ার করে খেলা, বড়দের সঙ্গে ভালো আচরণ করা।