জন্মদিনে ছিন্নমূল শিশুদের মাঝে সঙ্গীত শিল্পী পুষ্পিতা
কিশোর বাংলা প্রতিবেদন: রাজধানীর সেগুনবাগিচার একটি ফুটপাতে জুম বাংলাদেশ স্কুলের ছিন্নমূল পথ শিশুদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা।
জন্ম দিনে ছিন্নমূল শিশুদের মাঝে উপস্থিত হয়ে নিজের আনন্দ ভাগাভাগি করলেন। টিফিনের টাকা বাঁচিয়ে পরিবার ও শিক্ষকের সহযোগিতায় তিনি এই ব্যতিক্রম কাজটি করেন।
পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিজ হাতে কেক খাওয়ানোর পাশাপাশি তাদের মধ্যে খেলনা বেলুন, চকলেট ও বিস্কুট বিতরন করেন।
সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার ব্যাপারে পুষ্পিতা আগ্রহ প্রকাশ করেন। জন্ম দিনে তিনি সবার নিকট দোয়া কামনা করেন। এসটি শাহীন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে স্কুলটি। যাদের শিক্ষা কার্যক্রম চলে ফুটপাতে ।