ছয় বছর বয়সেই বছরে কোটি ডলারের বেশি আয়
কিশোর বাংলা প্রতিবেদন : ছয় বছর বয়সেই বছরে কোটি ডলারের বেশি আয় করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অধিবাসী রায়ান।
ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরই মধ্যে বছরে তার আয় ১১ কোটি ১০ লাখ ডলার ছাড়িয়ে গিয়েছে। যা অনেক বড় বড় ব্যবসায়ীকেও হার মানিয়েছে।
মজার ব্যাপার হল, কোথাও কাজ করে নয়, রায়ান তার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অর্থ উপার্জন করছে।
ঘটনার শুরু দুই বছর আগে। রায়ানের বয়স তখন চার বছর। ওই সময় তার বাবা-মা রায়ানের নামেই ‘রায়ান টয়েজ রিভিউ’ নামে ইউটিউবে একটা চ্যানেল খোলেন। রায়ান তার পছন্দের খেলানাগুলি নিয়ে কথা বলতো। আর তা ভিডিও করে তুলে দেওয়া হতো ইউটিউবে। ধীরে ধীরে রায়ানের চ্যানেল জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে এই চ্যানেলের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ‘ফোর্বসে’র র্যাংকিংয়ে তা আট নম্বরে ওঠে এসেছে।
রায়ান ছোট থেকেই নানারকম অনুসন্ধানীমূলক প্রশ্ন করতো তার বাবা-মাকে। কি খেলনা তার ভাল লাগে, কিভাবে খেলে, কি বলতে তার ভাল লাগে এসব নিয়েই প্রথমে ভিডিও আপলোড করতে শুরু করেন তার বাবা-মা। রায়ানের ভিডিওতে প্রায় তার বাবাকে দেখা যায়। যেখানে রায়ান বিভিন্ন খেলনা নিয়ে খেলতে থাকে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করে। আর রায়ানের বাবাকে দেখা যায় সন্তানের এই আবিষ্কারে প্রসংশামুলক মন্তব্য করতে।
