ছায়া জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ২ শিক্ষার্থী
কিশোর বাংলা প্রতিবেদনঃ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ছায়া জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের দুই শিক্ষার্থী । তারা হলেন, কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হোসেন ও ১ম বর্ষের শিক্ষার্থী রাইসা আনজুম রহমান।
ব্যাংককে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে মুরারিচাঁদ মডেল ইউনাইটেড নেশন্স ক্লাব। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দেশ ছাড়বেন তারা।
আন্তর্জাতিক সংগঠন ‘YOUCAN’-এর আয়োজনে চার দিনব্যাপী এ ছায়া জাতিসংঘ অধিবেশনে ৮৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই গ্লোবাল সম্মেলন।
থাইল্যান্ড যাত্রা সম্পর্কে মুরারিচাঁদ মডেল ইউনাইটেড নেশন্স ক্লাবের সাধারণ সম্পাদক রুহেল বিন ছায়েদ জানান, এত বড় একটি আয়োজনে এমসি কলেজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, যা এই কলেজের জন্য সত্যি গর্বের বিষয়।
ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নেয়ার বিষয়টিকে শুভকামনা জানিয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এমসি কলেজকে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে তাদের অংশ নেয়ার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, এ সম্মেলনে তারা এমসি কলেজের সুনাম ছড়িয়ে দিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।