কিশোরবাংলাপ্রতিবেদন: নগরীর ছয়টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলের জুতা বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখা।বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
দক্ষিণ হালিসহরস্থ আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসুচিতে হালিশহরের দরবেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী আইডিয়াল স্কুল এবং আব্দুল মাবুদ গ্রামার স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্কুল জুতা বিতরণ করা হয়।
বিএইচআরসি চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, সহ সভাপতি বোরহান উদ্দিন সাহেদ, জোবায়ের খান, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী, আবু বকর সাহেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল হোসেন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, নির্বাহী সদস্য মো. জাবেদুর রহিম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, আজিজিয়া স্কুলের গভর্নিং বডির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সদস্য কামরুল হুদা চৌধুরী, নুরুল কবির বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অংশগ্রহণকারী স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।