ছবির টাকায় হবে পথশিশুদের স্কুল

কিশোর বাংলা প্রতিবেদন: পাঠশালাশুধুই শিশুতোষ ছবি নয় ভালো গল্পের একটি বিনোদনমূলক ছবি নির্মাণ করতে চেয়েছেন ছবির দুই পরিচালক ফয়সাল রদ্দি আসিফ ইসলাম

স্বপ্নচারী এক পথশিশুর গল্প ঘিরে নির্মিত ছবির টাকায় পথশিশুদের জন্য করা হবে স্কুল

পাঠশালাছবিটির স্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই উদ্দেশ্যকে সামনে রেখে চলচ্চিত্রটির প্রচারণা প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে টিকিট বিক্রি থেকে পাওয়া ১০ শতাংশ অর্থ ব্যয় হবে পথশিশুদের স্কুল তৈরির কাজে পরিচালকেরা মনে করেন, ছবিটি দেখে পথশিশুদের স্কুল করায় অবদান রাখতে পারবেন দর্শকেরা

পাঠশালাসিনেমার গল্পে দেখানো হয় মানিক নামের এক মেধাবী শিশুর গল্প জীবিকার তাগিদে স্কুল ছেড়ে তাকে চলে আসতে হয় ঢাকায় কাজ নিতে হয় একটি গাড়ি মেরামতশালায় এই সংগ্রামী জীবনের মধ্যে দিয়েও সে স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাবিব আরিন্দা ইমা আক্তার অন্য চরিত্রে অভিনয় করেছেন নাজমুল হুসেইন, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন, আমিরুল ইসলাম প্রমুখ