চীনে জন্ম নিল বিশ্বের প্রথম ‘জেনেটিক্যালি মডিফায়েড’ শিশু
কিশোর বাংলা প্রতিবেদন: প্রথম জেনেটিক্যালি মডিফায়েড শিশুর দেখা পেল বিশ্ব। জিন সম্পাদনা করে বিশ্বের প্রথম শিশু জন্ম দেওয়ার দাবি করেছেন চীনের শেনঝেং প্রদেশের সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক হি জিয়ানকি।
ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে এ কথা জানান তিনি। তিনি বলেন, মোট সাত নারীর ওপর জিন সম্পাদনা পরীক্ষা চালানো হয়। তারা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের চেষ্টা করেছিলেন। তাদের গর্ভে ভ্রূণ প্রবেশ করানোর আগেই জিন সম্পাদনা করা হয়। এর মধ্যে এক নারী কয়েক সপ্তাহ আগে জমজ কন্যাশিশুর জন্ম দেন।
ওই সাত নারীর স্বামীরা প্রত্যেকেই এইচআইভি আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসার মাধ্যমে আস্থাযোগ্য মাত্রায় তাদের রোগ নিরাময় করা হয়েছিল।
হি জিয়ানকি জানান, শিশুগুলোর জিন সম্পাদনা করে তিনি তাদেরকে এইচআইভি প্রতিরোধে সক্ষম করে তুলেছেন। ভবিষ্যতে সংশ্লিষ্ট শিশুরা এইচআইভিতে সংক্রমিত হবে না। ফলে তাদের এইডসও হবে না।
জিন সম্পাদনার কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, এসব ভ্রূণের মধ্যে থেকে সিসিআর ফাইভ নামের জিনটিকে তিনি নিষ্ক্রিয় করে দিয়েছেন। এই জিনটি এমন একটিপ্রোটিন তৈরি করে যা এইআইভি ভাইরাসকে কোষের ভেতরে ঢুকতে দেয়, যার প্রেক্ষিতে মানুষ এইডসে আক্রান্ত হয়।