চার গোলে হারলো কিশোর ফুটবল দল
কিশোর বাংলা প্রতিবেদন:ইউয়েফার অর্থায়নে আয়োজিত চার জাতি অনূর্ধ্ব–১৫ ফুটবল টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের কিশোরদের। টুর্নামেন্টে ইউরোপের একমাত্র দল সাইপ্রাসের কাছে বাংলাদেশ হেরেছে ৪–০ গোলে। আগামীকাল মালদ্বীপ ও শুক্রবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
গতকাল থাইল্যান্ডের বুরিরামে ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় যুবারা। উল্টো ১৭ মিনিটে এগিয়ে যায় শুরু থেকে বাংলাদেশকে বেশ চাপে রাখা সাইপ্রাস। প্রতিপক্ষ ফরোয়ার্ডকে বাংলাদেশ নিজেদের ডি–বক্সে ফেলে দেয়ায় পেনাল্টি পায় ইউরোপের একমাত্র প্রতিনিধিরা। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক ইলিয়াস কোস্টিস।
ম্যাচে ১০ মিনিট পর আবারো গোলের সুযোগ পায় সাইপ্রাস। কিন্তু ডি–বক্সের সামান্য বাইরে থেকে নেয়া ফ্রি–কিক ক্রসবারের অল্প উপর দিয়ে বেরিয়ে যায়। ১–০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ যুবারা। আক্রমণে গতি বাড়াতে বিরতির পর দুটি পরিবর্তন করে সাইপ্রাস। ৪৯ মিনিটে আরেকটি ফ্রি–কিক পেয়ে উড়িয়ে মারেন ইলিয়াস। ৬০ মিনিটে একটি পরিবর্তন আনে বাংলাদেশ দলেও। রাসেল আহমেদকে উঠিয়ে মাঠে নামানো হয় মোহাম্মদ নাজমুলকে। কিন্তু ম্যাচে গতি আসার পরিবর্তে ৬৭ মিনিটে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে সাফ অনূর্ধ্ব–১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলটি।
ডি–বক্সের ভেতরে জটলার মধ্য থেকে আলতো টোকায় গোল করেন সাইপ্রাসের মারিও কোক্কিনফটাস। তিন মিনিট পর আবারো বাংলাদেশের জালে বল জড়ায়। মাঝ মাঠ থেকে লম্বা ক্রসের বল পেয়ে চিপ করে বাংলাদেশের গোলকিপারের মাথার উপর দিয়ে বল ঠিকানায় পৌঁছে দেন অ্যাঞ্জেলো জেফকি। তিন গোল হজম করে হার নিশ্চিত হওয়ার পর দলে তিন পরিবর্তন আনে বাংলাদেশ। বড় হার এড়াতে ডিফেন্সে শক্তি বাড়ালেও ম্যাচের যোগ করা সময়ে গোলের হালি পূর্ণ করে সাইপ্রাস। ৯১ মিনিটে সতীর্থের ডিফেন্সচেরা পাস ডি–বক্সে ধরে আলতো শটে জালে জড়ান আন্দ্রিয়াস।