চলনবিলে নৌকাডুবি: ১০ জনকে বাঁচিয়ে পুরস্কৃত শিশু সুমন

কিশোর বাংলা প্রতিবেদন: চলনবিলে নৌকাডুবির পর নিজের ছোট্ট ডিঙ্গি নিয়ে ১০ জনকে উদ্ধার করায় শিশু সুমন হোসেনকে পুরস্কার দিয়েছে পাবনা জেলা প্রশাসক।
হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া গ্রামের দ্ররিদ্র কৃষক আব্দুস সামাদ ও সুফিয়া খাতুনের ছেলে সুমন।
সুমনের এই সাহসিকতার খবর শুনে শনিবার জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন। 
পুরস্কার দিতে গিয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, “সুমন স্বেচ্ছাশ্রমে একজন বীর। তার শিক্ষা সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।”
সুমনসহ তার পরিবারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সব শিশুকে তার মতো এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।