চলচ্চিত্রে অভিষেক ঘটছে শাহরুখ পুত্র আরিয়ানের
কিশোর বাংলা প্রতিবেদন : খুব শিগগিরই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ানের। তবে নায়ক হিসেবে নয়। তিনি কাজ শুরু করছেন সহকারী পরিচালক হিসেবে। তাও সেটা হলিউডের একটি ৯০ সেকেন্ডের তথ্যচিত্রে।
ইনস্টাগ্রামের পোস্টে আরিয়ান লিখেছেন,হলিউডের পরিচালক অ্যালেক্স ও বারনেন উবার ক্যাব নিয়ে একটি ছবি তৈরি করছেন। ৯০ সেকেন্ডের ছবিতে দুই পরিচালকের সহকারীর ভূমিকায় রয়েছেন তিনি। এই কাজ করতে পেরে তিনি খুশি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরিয়ান। ব্যস্ততার মধ্যেই নিজেকে অভিনেতা হিসেবে তৈরিও করছেন। ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করা দেখে অনেকেই ধারনা করছেন, খুব শিগগির অভিনেতা হিসেবে বলিউডে তার অভিষেক ঘটতে চলেছে।
নিজের ইনস্টাগ্রামে ছবি পরিচালনার খবর পোস্ট করে আরিয়ান বলেছেন, এটি একটি প্রতিযোগিতা। অনেকেই উবার নিয়ে ছবি করছেন। দর্শকভোটে যে ছবি শীর্ষে থাকবে সেটাই জয়ী হবে। ভিডিওর লিঙ্কওটাও ইতিমধ্যে ইউটিউবে শেয়ার করেছেন আরিয়ান।
