চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার

কিশোর বাংলা প্রতিবেদন: এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৭ হাজারের বেশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিত আলম জানিয়েছেন, এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এক লাখ ৩৫ হাজার ২২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে; গত বছর শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৮ হাজার ২৯ জন।
এবার পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ১৮ হাজার ৮৮ জন নিয়মিত ও ১৭ হাজার ১১৯ জন অনিয়মিত। এছাড়াও ১৪ জন শিক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেবেন বলেও জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগে, আর সবচেয়ে কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগে।
ব্যবসায় শিক্ষা বিভাগে এবছর ৬১ হাজার ৭৭৯ জন, মানবিক বিভাগে ৪২ হাজার ৬৮৭ এবং ও বিজ্ঞান বিভাগে ৩০ হাজার ৭৭৫ জন।  পরীক্ষার্থীদের মধ্যে ৯৪ হাজার ৭০৩ জন চট্টগ্রাম জেলায় ও ৩২ হাজার ১৯৬ জন চট্টগ্রাম মহানগরের শিক্ষার্থী।
এছাড়াও কক্সবাজার থেকে ১৮ হাজার ৭৪৭, খাগড়াছড়ি জেলায় নয় হাজার ৬২১, রাঙামাটিতে আট হাজার ৫৬৮ ও বান্দরবান জেলা থেকে তিন হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।