ঘর পালানো শিশু ফিরে গেল মায়ের কোলে

কিশোর বাংলা প্রতিবেদন: নরসিংদী থেকে অভিমান করে ঘর পালানো এগার বছরের শিশু সজীব ফিরে পেয়েছে তার মায়ের কোল। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সেলিম শেখ সামাজিক গণমাধ্যমের সহায়তায় ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হন।

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই হস্তান্তর কার্যক্রম।

 ঘটনার বিবরণে জানা যায়, বাবার শাসনের কারণে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় ১১ বছরের শিশু ছেলে মো. সজীব। ঢাকা থেকে গাড়িতে করে চলে আসে কক্সবাজার। উদ্দেশে ছিল কক্সবাজার এসে কাজ করে জীবিকা নির্বাহ করবে।

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় গভীর রাতে একা একা একটা ছেলেকে দেখে বীচ কর্মীদের সন্দেহ হলে তাৎক্ষণিক জেলা প্রশাসনের পর্যটন সেলে দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখকে খবর দেয় তারা। এ সময় দ্রুত ছুটে যান তিনি।