গুহাবন্দী কিশোর ফুটবলারদের উদ্ধারের গল্প নিয়ে সিনেমা

কিশোর বাংলা প্রতিবেদন: টানা ১৭ দিন গুহায় আটকে ছিলো থাইল্যান্ডের বারো কিশোর ও তাদের ফুটবল কোচ। শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে বন্দি অবস্থা থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। আর উদ্ধার কাহিনী নিয়ে ছবি বানাতে চান হলিউডের দুই প্রযোজক মাইকেল স্কট ও অ্যাডাম স্মিথ।
আন্তর্জাতিক গসিপ ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, পিউর ফ্লিক্স এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থাই বালকদের আটকে পড়ার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এজন্য তারা থাই কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদনও করেছে। প্রতিষ্ঠানটির সিইও ম্যাট স্কট নিজে উপস্থিত ছিলেন উদ্ধার অভিযানে। এ ঘটনা প্রসঙ্গে তিনি হলিউড রিপোর্টারকে বলেছেন, যে সাহস ও নায়কোচিত উদ্ধার অভিযান আমি স্বচক্ষে দেখেছি তা নিয়ে সিনেমা হওয়া উচিত। এটি করতে পারলে আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
দুঃসাহসিক এ উদ্ধারকাজ দেখতে এসে অ্যাডাম স্মিথ জানান, সিনেমা বানানোর জন্য তিনি সেখানকার লোকদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া গুহায় আটকে থাকা পরিবারের সঙ্গেও কথা বলেন।
ব্যাংককে ‘কেএওএস এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা আছে হলিউড পরিচালক স্মিথের। তিনি বলেন, এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই, প্রত্যেকে আমরা প্রার্থণা করেছি ভালোভাবে উদ্ধারকাজ শেষ হোক এবং তা হয়েছে। এখন আমরা চাই সত্যিকার এ ঘটনা সবাই জানুক সিনেমার মাধ্যমে।