গিনেসে আশরাফুলের ফুটবল কসরত

কিশোর বাংলা প্রতিবেদন: ফুটবল নিয়েই কাটে তাঁর দিন। ফুটবল নিয়েই দেখান বিস্ময়কর সব কসরত। আশরাফুল ইসলামের সেসব কসরতে বিমোহিত হন দর্শক। এই ফুটবল কসরত দেখিয়েই গড়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। যদিও ইতিমধ্যে আরেকজন আশরাফুলের রেকর্ডটি ভেঙে ফেলেছেন। তবে আশরাফুল থেমে থাকার ছেলে নন, ফুটবল কসরতে তাঁর স্বপ্নের ডানা তিনি মেলেই চলেছেন।
ফুটবল পুরোই বশ মেনেছে আশরাফুলের কাছে। আশরাফুল পেশাদার ফুটবলার নন, তিনি ফুটবল ফ্রিস্টাইলার। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এ বছরই উচ্চমাধ্যমিক পাস করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। এই বয়সেই আপন মনে ফুটবলের নানা কসরত রপ্ত করেছেন তিনি। পেয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।
এই বিশেষ প্রতিভা কঠোর অনুশীলনেই অর্জন করা যায়। কঠিন তপস্যারও বিষয়। সেই কঠিনেরেই ভালোবেসেছেন আশরাফুল ইসলাম।