গাছ লাগানো শিখল ঢাকার শিশুরা

কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকার বিভিন্ন স্কুলের শিশুদের নিয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে হয়ে গেল ‘শিশুদের জন্য পরিবেশ উৎসব’, যেখানো গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে পরিবেশ রক্ষার নানা কৌশল শেখানো হয়েছে তাদের।
দিনভর এই উৎসবে যোগ দিয়ে রাজধানীর দুই শতাধিক শিশু-কিশোর হাতে-কলমে জেনে নিল কীভাবে নগরে হবে সবুজায়ন, ফেলে দেওয়া তৈজস কুড়িয়ে নিয়ে কীভাবে বানানো যায় দৃষ্টিনন্দন সব উপকরণ।
সিসিমপুর ও লাইট অফ হোপ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে আয়োজন করেছিল এই পরিবেশ উৎসবের। সকাল ১০টা থেকে শিশু ও অভিভাবকদের পদার্পনে মুখরিত ছিল শিশু একাডেমি প্রাঙ্গণ। সব শিশুর জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে এসে শিশুরা মজাদার উপায়ে নগর পরিকল্পনার নানা কৌশল জানতে পারে।