খুলনায় শিক্ষার্থীদের মধ্যে রুটিন কার্ড বিতরণ

কিশোর বাংলা প্রতিবেদন:  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ ব্র্যান্ডিং কর্মসূচি ও বিদ্যুৎ খাতে উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় শিক্ষার্থীদের মধ্যে ক্যালেন্ডার ও রুটিন কার্ড বিতরণ করা হয়েছে।
মহানগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতকরণের মাধ্যমে ২০৪১ এ উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিদ্যুৎ খাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে বিদ্যুতের প্রিপেইড মিটার চালু রয়েছে এবং স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এর ফলে বাসায় বসে মোবাইল ফোন ব্যবহার করে গ্রাহক বিদ্যুৎ বিল দিতে পারবেন।