খিলগাঁওয়ের শিশুপার্ক দখলমুক্ত করতে হাই কোর্টের নির্দেশ

কিশোর বাংলা প্রতিবেদন: রাজধানীর খিলগাঁওয়ের বি ব্লকে আনসার-ভিডিপির দখলে থাকা শিশু পার্ক দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আনসার ভিডিপি কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে করা এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানির পর তা যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও ‍বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।
আদালতে রিটের পক্ষের শুনানি করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আনসার ভিডিপির পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুর রউফ শেখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।