কোণঠাসা গৃহত্যাগী

কোণঠাসা গৃহত্যাগী

নাবিলা দিয়া

কিসের মোহে ঘর ছাড়া ?
দূর দূরান্তে পথ চলা ,
আপন গৃহ ত্যাগীতে
ব্যস্ত কেন সর্বদা?

কখনো দূর প্রবাসে
কখনো বা ক্ষণিক দূরে,
এক অদ্ভুত নেশা
গৃহ ত্যাগের মত্ত দশা ।

যখনই মেতেছি এই নেশায়
যখনই ভেবেছি দূরকে আপন,
ঘর মোরে টেনেছে বারংবার
মন বলেছে গৃহেই সব স্বপন।

তবুওতো হয়নি ক্ষান্ত
ছুটে চলি বাহির পানে অন্ত ,
মিছে ভাব , মিছে মোহ
ঘর যে মোরে টানে অনন্ত ।

কোণঠাসা এই গৃহত্যাগী মন
ফিরিতে চায় আপন গৃহে ,
তবুও এই মোহ কাটে না
বাহির থেকে মন ছুটে না ।