‘কৈশোর তারুণ্যে বই’র গ্রন্থমেলা শনিবার থেকে

কিশোর বাংলা প্রতিবেদন: আগামী ২৩ জুলাই দ্বিতীয় বছর পূর্ণ করছে শ্রেণিকক্ষের পাশে বইমেলা আয়োজনের প্লাটফর্ম ‘কৈশোর তারুণ্যে বই’। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আগামী শনিবার (২১ জুলাই) রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। এ মেলা চলবে সোমবার (২৩ জুলাই) পর্যন্ত। পাশাপাশি ‘কৈশোর-তারুণ্যের চোখে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুক্ত গদ্য লেখা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
২১ জুলাই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী হাশেম খান এবং শিশু সাহিত্যিক আলী ইমাম। সমাপনী দিন ২৩ জুলাই মুক্ত গদ্য লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
মেলায় অংশ নেবে প্রকাশনা প্রতিষ্ঠান- অ্যাডর্ন, সময়, ইকরিমিকরি, প্রথমা, অনন্যা, কাকলী, বাবুই, দ্যু, ময়ুরপক্ষী, কথাপ্রকাশ, তাম্রলিপি, জাগৃতি,অনুপম এবং বেঙ্গল।