কিশোরবাংলাপ্রতিবেদন: মাত্র ১০ বছর বয়সী আরিফ আলীর লক্ষ্য ভালো সাঁতারু হওয়া। এই বয়সে সে সাঁতারের মাধ্যমে জয় করেছে সারাদেশ। অর্জন করেছে স্বর্ণপদক।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা খামারপাড়া এলাকার কাঠ মিলের শ্রমিক আজিবার আলী শেখের ছোট ছেলে আরিফ। উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ জাতীয় পর্যায়ে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণপদক অর্জন করেছে সে।
তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালে আরিফ সাঁতারে অংশ নেয়। তার পর থেকে আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন হয়নি। উপজেলা, জেলা, বিভাগের গন্ডি পেরিয়ে সে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। পাড়া গায়ের পুকুরে সাঁতার কেটে নানা বাধা অতিক্রম করে এ সাফল্য অর্জন তার।