কিশোরবাংলাপ্রতিবেদন: কোটি টাকার কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসার’ বাছাই রাউন্ডের লিখিত পরীক্ষা হবে আগামী ৫ অক্টোবর। বুধবার সিলেট নগরীতে একটি অভিজাত হোটেলে ইনডিপেনডেন্ট টেলিভিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের এ আয়োজনে আর্থিক সহযোগিতা করেছে আইএফআইসি ব্যাংক।
আয়োজকরা জানিয়েছে, সিলেটসহ দেশের আটটি বিভাগে অভিন্ন প্রশ্নে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান।
তিনি জানান, বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে টেলিভিশনে একটি কুইজ শো আয়োজনের ইচ্ছে থেকেই ইনডিপেনডেন্ট টেলিভিশন ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ নামে এই কুইজ শো আয়োজন করছে।
প্রতিযোগিতায় বিজয়ী পাবেন এক কোটি টাকা পুরস্কার। পাশাপাশি প্রথম রানার আপ ২৫ লাখ ও দ্বিতীয় রানার আপ ১৫ লাখ টাকা এবং তৃতীয় রানার আপ ৫ লাখ টাকা পাবেন বলে পারভেজ জানান।