‘কিশোর বাংলা’ এখন পাওয়া যাচ্ছে রকমারিতে

কিশোর বাংলা প্রতিবেদনঃ বাংলাদেশের জনপ্রিয় শিশুকিশোর মাসিক ম্যাগাজিন ‘কিশোর বাংলা’ এখন থেকে পাওয়া যাবে রকমারিতে (www.rokomari.com)। ম্যাগাজিনটি জানুয়ারি, ২০২১ সংখ্যা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন বই বিক্রেতা রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন বলেন, “কিশোর বাংলা’র পাঠক-অনুরাগী সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। আমরা বাংলাদেশের সকল জেলায় এবং বেশ কিছু উপজেলায় পত্রিকাটি পাঠিয়ে থাকি। কিন্তু তারপরেও প্রতি সংখ্যাতেই অনেক পাঠক বইটি পাচ্ছে না বলে জানায়। সারা বাংলাদেশের পাঠকদের কাছে বইটি সহজে পৌঁছে দেয়ার জন্য আমরা একটি ই-কমার্স মাধ্যম খুঁজছিলাম। আর এক্ষেত্রে, বিশেষ করে বইয়ের জন্য, রকমারি ডটকমের চেয়ে সর্বজনস্বীকৃত আর কোন মাধ্যম আমাদের জানা নেই।”

ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক কৌশিক আহমেদ বলেন, “আশা করি কিশোর বাংলা ও রকমারির এই প্রয়াস বাংলাদেশের আনাচে কানাচে সকল শিশুকিশোরদের লাভবান করবে এবং তাদের সুস্থ মানসিক বিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশাল ভূমিকা রাখবে।”

কিশোর বাংলা’র সহকারী মার্কেটিং ও ব্র্যান্ডিং ম্যানেজার রেজাউর রহমান সায়েম জানান, বর্তমান জানুয়ারি, ২০২১ সংখ্যাটি ছাড়াও আগামী সংখ্যাগুলো রকমারিতে প্রি-অর্ডারেও পাওয়া যাবে।