কিশোর বাংলা’র প্রধান উপদেষ্টা সম্পাদক পদে সেলিনা হোসেন
কিশোর বাংলা প্রতিবেদনঃ দেশের অন্যতম শিশু কিশোর পত্রিকা কিশোর বাংলা’র প্রধান উপদেষ্টা সম্পাদক পদে যুক্ত হয়েছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কথাসাহিত্যের পাশাপাশি শিশু সাহিত্যিক হিসেবেও বিশেষভাবে খ্যাতিমান তিনি।
সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে। তবে তাঁর শৈশব কেটেছে বাবার কর্মস্থল বগুড়ায়। উন্মুক্ত প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সেলিনা হোসেন শৈশবে ছিলেন দুরন্ত ও অবাধ স্বাধীন। ১৯৬৪ সালে রাজশাহীর আন্তঃবিভাগীয় সাহিত্য প্রতিযোগিতায় গল্প লিখে চ্যাম্পিয়ন খেতাবে স্বর্ণপদক অর্জন করেন তিনি।
১৯৭০ সালের জুলাইয়ে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে শুরু করেন তাঁর কর্মজীবন। ১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক হন তিনি। পরবর্তীতে ২০০৪ সালে ১৪ জুন এ পদ থেকে অবসরে যান। তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দু’মেয়াদে দক্ষতা ও কৃতিত্বের সাথে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় মানবাধিকার কমিশনেরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘পোকা মাকড়ের ঘর বসতি’ এর মতো জনপ্রিয় উপন্যাসের লেখিকা সেলিনা হোসেনের প্রকাশিত গ্রন্থের মধ্যে ৪০টি উপন্যাস, ১৩টি গল্পগ্রন্থ, ১টি কবিতাগ্রন্থ, ৩০টি শিশুতোষগ্রন্থ ও ১০টি প্রবন্ধগ্রন্থ রয়েছে। এ ছাড়াও তিনি নারী অধিকার বিষয়ক বেশ কিছু প্রামাণিক ও গবেষণা রচনা ও সম্পাদনা করেছেন।
বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি দেশে-বিদেশে প্রচুর সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, কামার মুশতারি স্মৃতি পুরস্কার, ফিলিপস্ সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, রামকৃষ্ণ জয়দয়াল এওয়ার্ড, সুরমা চৌধুরী স্মৃতি পুরস্কার, সাহিত্য আকাদেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি।
দেশের জনপ্রিয় প্রথম শিশু-কিশোর পত্রিকা কিশোর বাংলা’র প্রধান উপদেষ্টা সম্পাদক হিসেবে যুক্ত হওয়ায় সেলিনা হোসেনকে কিশোর বাংলা’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন। তিনি আশা প্রকাশ করেন যে, সেলিনা হোসেন-এর পরামর্শ ও দিকনির্দেশনা কিশোর বাংলাকে এগিয়ে নিয়ে যাবে আরও অনেক-অনেক দূর।