কিশোর বাংলার কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

কিশোর বাংলা প্রতিবেদনজনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর বাংলা’র কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
আজ শনিবার বিকেল ৩টায় কিশোর বাংলার কার্যালয়ে ঢাকার কুইজ বিজয়ীদের উপস্থিতিতে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেন, বিশিষ্ট লেখক মোস্তফা মামুন ও কিশোর বাংলার নির্বাহী সম্পাদক আহমেদ রিয়াজ।
কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ছড়াকার ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ।
অনুষ্ঠানে শিশু কিশোরদের জীবনমান উন্নয়নে নিজেদের পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানিয়ে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতির চর্চা ও খেলাধূলার কোন বিকল্প নেই। আমাদের সন্তানরা আগামীদিনের কর্ণধার। তাই আমাদের সন্তানদের মানুষ করার দায়িত্ব পিতা মাতা হিসেবে আমাদেরকেই নিতে হবে।
তিনি আরও বলেন, শিশু কিশোরদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক তার বক্তব্যে শিশু কিশোরদের মানসিক বিকাশে সাংস্কৃতিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান।
বিশেষ অতিথি আলী ইমাম শিশু কিশোরদের বই পড়ার আহবান জানিয়ে বলেন, তুমি যত বই পড়বে, ততই নিজের জ্ঞানের ভান্ডার বাড়বে। তিনি সকল শিশু কিশোরকে বেশী বেশী করে বিভিন্ন বিষয়ের বই পড়ার আহবান জানান।
কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেন বলেন, তিন যুগ আগে এই পত্রিকাটিতে যারা নিয়মিত লিখতেন এবং কিশোর বাংলার নিয়মিত পাঠক ছিলেন তারা প্রত্যেকে যার যার অবস্থানে সফল। এই সাফল্য ধরে রাখার জন্যই নবীন এবং প্রবীণের সেতু বন্ধন হিসেবে কিশোর বাংলা ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।
কিশোর বাংলার কুইজ বিজয়ীদের হাতে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেন ইকবাল সোবহান চৌধুরী, ড. ইনামুল হক ও কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোর বাংলার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নুরুন্নবী সরকার তুষার, সহযোগী সম্পাদক কৌশিক আহমেদ, প্রধান বিজ্ঞাপন ব্যবস্থাপক সাইফুল হক সিদ্দিকী, বিপণন ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সৈয়দা ইয়াছমীন সিমী, ডেইলী অবজারভারের হিসাব ব্যবস্থাপক ফারহানা আক্তার নূপুর, মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর উপ-সম্পাদক তুষার আব্দুল্লাহ প্রমুখ।