কিশোর-কিশোরীদের স্বাবলম্বী করবে উন্নত চুলা

কিশোর বাংলা প্রতিবেদন: নারী ও শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত রান্নার পরিবেশ তৈরির পাশাপাশি কিশোর-কিশোরীদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়। বরগুনা সদর উপজেলার রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঈনুল হাসান, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা সদর উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, ইউনিসেফ বাংলাদেশের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমানুয়েল গাই ম্যাবর প্রমুখ।
বক্তারা বলেন, ট্রাডিশনাল চুলায় রান্নার কাজে অতিমাত্রায় জ্বালানি ব্যবহারের ফলে প্রতিবছর পৃথিবীতে প্রায় ১৫ লাখের বেশি নারী ও শিশু মারা যাচ্ছে। কারণ রান্নার কাজে সরাসরি নারীরা জড়িত থাকে এবং শিশুরা রান্নার সময় মায়ের কাছে অবস্থান করে।
বক্তারা আরও বলেন, উন্নত চুলা ব্যবহার করা হলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে অন্যদিকে দরিদ্র ও হতদরিদ্র কিশোর-কিশোরীদের উন্নত চুলা সম্প্রসারণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে।