কিশোর অভিবাসীদের জন্য স্কুল

কিশোর বাংলা প্রতিবেদন: আফগানিস্তান ও সিরিয়া থেকে পালিয়ে আসা কিশোর অভিবাসীরা জার্মানিতে নতুন জীবন শুরু করেছে। অভিবাসীদের জন্য আলাদা স্কুল চালু হয়েছে বিখ্যাত শহর কোল্ডিৎজের কাছেই।
নানাদেশ থেকে আসা অভিবাসী কিশোর তরুণেরা শিখছে নতুন ভাষা, সংস্কৃতি আর ভাগ করে নিচ্ছে পরস্পরের কষ্টের অভিজ্ঞতা।
ভবিষ্যত জীবিকার পথ হিসেবে কেউ শিখছে নৌকা বাইচ। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে গত কয়েক মাসে বহু আফগান কিশোর পালিয়ে জার্মানিতে অভিবাসী হয়ে এসেছে।
নিজের দেশ ছেড়ে হাজার মাইল দূরের একটি দেশে বাবা-মা কিংবা অভিভাবকের দেখ-ভাল নেই, ফলে জীবনের ছোট-বড় সব বিষয়েই তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে এখন।
এদের একটি বড় অংশ এখন পড়াশোনার পাশাপাশি নৌকাবাইচে যুক্ত হয়েছে। লক্ষ্য একদিন এই খেলাকে ঘিরেই জীবিকার একটি পথ তৈরি করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েদিদের থাকার জায়গা হিসেবে বিখ্যাত জার্মানির শহর কোল্ডিৎজের কাছেই এই কিশোর অভিবাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
কিছুটা সময় গাড়ীতে করে পৌঁছাতে হয় যেখানে তাদের জন্য চালু হয়েছে আলাদা স্কুল।
নতুন পরিবেশে এই অভিবাসীরা যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য কর্তৃপক্ষ নিচ্ছে নানা ব্যবস্থা। প্রথমেই তাই শেখানো হচ্ছে জার্মান ভাষা।