কিশোরবাংলাপ্রতিবেদন: থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোরেরা ও তাদের কোচ আগামী বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকোল সাকোলসাত্তায়াটর্ন শনিবার এ কথা জানান।
১২ কিশোর ও তাদের কোচ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাদের চিকিৎসা এখনই শেষ হচ্ছে না। কারণ এরপরও তাদের মানসিকভাবে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য এ-সংক্রান্ত চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছে। এই দলটির প্রতি আহ্বান জানানো হয়েছে, এই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকার যে গল্প-এ নিয়ে তারা যেন গণমাধ্যমের সঙ্গে আপাতত কথা না বলে।
জন্মদিন উদ্যাপনের জন্য ‘ওয়াইল্ড বোরস’ ফুটবল দলের সদস্য এই ১২ কিশোরেরা ও তাদের কোচ গত ২৩ জুন দেশটির চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় যায়। পরে বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার কারণে তারা ওই গুহায় আটকা পড়ে। এরপর ২ জুলাই তাদের সন্ধান মেলে। ৮ জুলাই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিন বের করে আনা হয় চার কিশোরকে। এরপর ৯ জুলাই আরও চারজন। শেষ দিন, ১০ জুলাই কোচ ও বাকি চার কিশোরকে বের করে আনা হয়।