কিশোরী ও তরুণীরা বেশি নিঃসঙ্গতার শিকার হয়: গবেষণা

কিশোর বাংলা প্রতিবেদন: কিশোর বা তরুণদের চেয়ে কিশোরী তরুণীদের মধ্যে একাকীত্বে ভোগার সম্ভাবনা বেশি থাকে বলে প্রকাশিত হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান সংস্থাঅফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসএর এক জরিপে উঠে এসেছে যে, ব্রিটেনের প্রতি দশজন তরুণের একজন একাকীত্বে ভোগেন

গবেষণা অনুযায়ী, একাকীত্বকেব্যর্থতাহিসেবে ধরে নেয়া হবে বলে তরুণরা এটিকেলজ্জাজনকবলে মনে করেন

অনেক তরুণই সামাজিক মাধ্যমকে বেছে নিয়েছেন তাদের এই একাকীত্ব লুকানোর একটি পথ হিসেবে এবং তারা ভান করে যে তারা নিঃসঙ্গ বোধ করে না

যুক্তরাজ্যের পরিসংখ্যান সংস্থার মতে, ১০ থেকে ২৪ বছর বয়সীদের ১১% প্রায়ই নিঃসঙ্গ বোধ করে এবং ৩৪% মাঝেমধ্যে নিঃসঙ্গ বোধ করে

আর একাকীত্বে ভুগতে থাকা এই তরুণদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশী