কিশোরবাংলাপ্রতিবেদন: মালয়েশিয়ায় কিশোর বয়সীরা রাতভর অনলাইনে ভিডিও ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় বুদ হয়ে থাকছে। এ বিষয়ে উদ্বিগ্ন দেশটির প্রশাসন। তাই ওই আসক্তি দূর করতে মধ্যরাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে মালয়েশীয় সরকার।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে।
মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে কিশোর-কিশোরীদের এই ইন্টারনেট আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি জানান, কিশোর-কিশোরীদের ওই আসক্তি থেকে দূরে রাখতেই মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।
লি বুন চে বলেন, মূলত ১৭ বছরের কম বয়সী ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।