কিশোর-কিশোরীরা আগের থেকে অনেক বেশি ফ্যাশন-সচেতন
এখনকার কিশোর-কিশোরীরা আগের থেকে অনেক বেশি ফ্যাশন-সচেতন। তারা সময় ও পরিবেশ বুঝেই তাদের পোশাক নির্বাচন করছে। আর ফ্যাশন হাউসগুলোও কিশোর-কিশোরীদের উপযোগী নানা নকশার পোশাক আনছে।
ফ্যাশন নিয়ে ইচ্ছামতো পরীক্ষা-নিরীক্ষা করার ঝোঁক কৈশোরে বেশ দেখা যায়। বিভিন্ন ধরনের কিশোর-কিশোরীদের বহুধর্মী পোশাক নিয়ে আসছে ফ্যাশন হাউস, কিশোর-কিশোরীরা বেছে নিচ্ছে এবং ঠিকঠাকভাবে বহন করছে বলে তা দারুণ মানিয়েও যাচ্ছে তাদের।
একই সঙ্গে আরামের বিষয়টিও গুরুত্ব পায় তাদের কাছে। মেয়েরা লেগিংস, পালাজ্জো বা ঢোলা পাজামার সঙ্গে সুতি কাপড়ের কুর্তা গরমে পরছে।
ছেলেরা অনেকেই গরমে জিনসের প্যান্ট এড়িয়ে চলছে, বেছে নিচ্ছে সুতি ও গ্যাবার্ডিনের নানা উজ্জ্বল রঙের ফুল প্যান্ট, কখনো বা থ্রি কোয়ার্টার গরমে গোলাপি, আকাশি, পিচ ও সবুজের মতো রঙের পাশাপাশি নানা নিওন রঙের পোশাকও বেছে নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ফ্যাশন ডিজাইনাররা। এখন যে ধরনের পোশাকের চল এসেছে তার সঙ্গে চটি স্যান্ডেল ও ব্যালেরিনা শু বেশ মানিয়ে যাবে। মেয়েদের পাশাপাশি এই বয়সী ছেলেদেরও এখন বড় ডায়ালের রঙিন বেল্টের ঘড়ি পরতে দেখা যাচ্ছে।