কিন্তু এই ডিমগুলোতো আপনার!

মিন্টু ডিমের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল : ভাই. ডিমগুলো কার?
দোকানদার : ডিমগুলো আমার।
মিন্টু : তাহলে আমি অন্য দোকানে যাই।
দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করল : কেন!
মিন্টু : কারণ মা বলেছে, মুরগীর ডিম আনতে; কিন্তু এই ডিমগুলোতো আপনার।
কৌতুক সংগ্রাহক : ওয়ারিসা আফসিন নাওমি, মোহাম্মদপুর, ঢাকা।