কিশোরবাংলাপ্রতিবেদন: ঝিনাইদহের কালীগঞ্জে দুই দিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
মেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, সরকারি নলডাঙ্গা ভুষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শরিফা আক্তার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। প্রমুখ।
শিশু মেলায় কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নিয়েছে। মেলা শেষ হবে মঙ্গলবার।