‘কল্পরেখা’র অষ্টম বর্ষপূর্তি শিশু উৎসব

কিশোর বাংলা প্রতিবেদন: শিশু সংগঠন ‘কল্পরেখা’ তাদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শিশু উৎসবের আয়োজন করে। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে এই শিশু উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীর বরকত এবং সঞ্চালনা করেন তামান্না তিথি।
শিশু কিশোরদের গল্প বলা, আবৃত্তি, সঙ্গীতের এই অনবদ্য আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গবেষক গোলাম কুদ্দুছ, শব্দসৈনিক আশরাফুল আলম এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যত কর্ণধার শিশুদের গড়ে তোলার জন্য বিগত আট বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে শিশু সংগঠন ‘কল্পরেখা’। শিশুদের গড়ে তোলার এই কাজে কল্পরেখার মতো শিশু সংগঠনের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। জাতির সঠিক ইতিহাসও তাদের জানাতে হবে। এভাবেই শিশুদের পর্যায়ক্রমে গড়ে তুলতে হবে।
উৎসবের দ্বিতীয় পর্বে শিশুদের উপস্থাপনায় দেশাত্মবোধের জয়কার দেখা যায়। কোমল শিশু-কিশোরদের উপস্থাপনাগুলোর মধ্যে অন্যতম ছিল ‘আলো আমার আলো’, ‘পুরে ভোম্বল’, ‘ব্যাঙের বিয়ে’, ‘ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’, ‘স্বাধীনতার গল্প’, ‘আমরা সবাই রাজা’, গল্প, ছড়া ও কবিতা আবৃত্তি।