কলেজিয়েট স্কুলে চিঠি লেখার প্রতিযোগীতা অনুষ্ঠিত

কিশোর বাংলা প্রতিবেদন: লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে মায়ের কাছে চিঠি লেখার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপ’র মায়ের কাছে চিঠি লেখার এ প্রতিযোগীতার আয়োজন করে।
শতাধিক শিক্ষার্থী তাদের মা’কে চিঠি লেখার মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছে।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম, লক্ষ্মীপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম তপন, সহকারী অধ্যাপক মাহবুব এলাহী সানি, ডেইলি অবজারভার’র জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খান, ভাষা প্রদীপ’র প্রধান সমন্বয়কারী ফাহাদ বিন বেলায়েত, সদস্য রাজিব হোসেন রাজু, মারজাহান শিমু, নিরব অধিকারী, রিয়াদ হোসেন, ওসমান শুভ, সোলেমান হোসেন শাকিল, ফুহাদ হাসান প্রমূখ।
প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ভাষার প্রদীপ’র সমন্বয়কারী ফাহাদ বিন বেলায়েত বলেন, বাংলা ভাষার প্রতি আমরা অতটা শ্রদ্ধাশীল হতে পারিনি। বিদেশী সংস্কৃতি আমাদের মাঝে প্রবেশ করেছে। আমরা বিদেশী সংস্কৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ভবিষ্যৎ প্রজন্ম হিন্দি ভাষায় কথা বলতে পারলে আমরা খুশি। এটা আমাদের জন্য শুভ নয়। আমরা যদি আমাদের বাংলা ভাষা সম্পর্কে পুরোপুরি না জানি তা হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উপহার দিবো।