কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমান ওড়াল দুই কিশোর!

কিশোর বাংলা প্রতিবেদন: ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ইউটায়৷ ইতিমধ্যে দুই কিশোরকে গ্রেপ্তার করে, নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ৷ ইউনিটা কান্ট্রি শেরিফের অফিস সূত্রে খবর, দুই কিশোরের বাড়ি ইউটা থেকে কয়েক কিলোমিটার দূরে ওয়েস্ট ফ্রন্ট এলাকায়৷

কাউকে না জানিয়েই সম্প্রতি বাড়িতে থেকে চম্পট দিয়েছিল তারা৷ সেখান থেকে তারা আসে ইউটা এলাকায়৷ সেখানে একটা বন্ধুর বাড়িতে আস্তানা নেয়৷ এরপর সুযোগ বুঝে তারা ঢুকে পড়ে এলাকার একটি ফ্লাইং ক্লাবে৷ সোজা পৌঁছে যায় একটি চার্টার্ড বিমানের কাছে এবং সকলের নজর এড়িয়ে সেটা নিয়ে পাড়ি দেয় আকাশে৷

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান চালানোয় পটু না হওয়ায়, খুব নিচু দিয়েই বিমানটিকে চালাচ্ছিল তারা৷ ফ্লাইং ক্লাবের আধিকারিকরা তাদের নিচে নামতে বললেও, অনভিজ্ঞতার কারণে সেটাও করতে পারছিল না তারা৷

অবশেষে কোনওক্রমে ভেরনাল বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করে ওই দুই কিশোর৷ সেখানেই তাঁদের গ্রেপ্তার করে, হেফাজতে নেয় পুলিশ৷

ইউনিটা কান্ট্রি শেরিফের তরফ থেকে এই দুই গুণধর কিশোরের কীর্তি ফেসবুকে শেয়ার করা হয় এবং মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই পোস্ট৷ বর্তমানে ওই দুই কিশোরকে স্পেলিট মাউন্টেন ইউথ ডিটেনশন সেন্টারে রেখেছেন পুলিশ আধিকারিকরা৷