কম বয়সে ঝুঁকিপূর্ণ শ্রমে বাংলাদেশী শিশুরা

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে এবং ১৮ বছরের কম বয়সীদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো বেআইনি।
এরপরও বাংলাদেশে ১৭ লাখ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। যার মধ্যে ১২লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমিক হিসেবে কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এ ধরনের কাজে অল্প বয়সে বার্ধক্যসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আরো নজরদারি বাড়াতে হবে। নিয়মিত অভিযান চালালে ও জরিমানা করলে কেউ আর শিশুদের চাকরি দিবে না। ফলে অনেকটা কমে আসবে শিশুশ্রম।
তথ্যানুযায়ী, ২০১৩ সালের শিশু আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়েছে। ২০০৬ সালের শিশু সনদে ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রম নিষিদ্ধ ও শিশুশ্রম আইনে কারখানায় ১৮ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। গভর্নমেন্ট ন্যাশনাল চাইল্ড সার্ভে (২০০৩) অনুযায়ী ৫ থেকে ১৪ বছর বয়সী ৩২ লাখ শিশু বাংলাদেশে কাজ করে। কারখানা আইনে ১৬ বছরের নিচে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে।