কিশোরবাংলাপ্রতিবেদন: সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া পৃষ্ঠপোষক ব্র্যান্ড ওয়ালটনের সার্বিক সহযোগিতায় ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবারও স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ।
বিশ্বকাপে আনন্দ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। চলতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গঠিত ছয়টি দল নিয়ে পল্টন মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইরান, স্পেন ও জাপানের নামে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেন্টের বিষয়ে যোগাযোগ করা হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও ওয়ালটন সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়াবারের মতো চলতি সপ্তাহে আয়োজিত হতে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্ট।
এবার বিশ্বকাপে অংশ নেওয়া ছয়টি দলের নামে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে দল গঠন করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দলকে অংশগ্রহণ ফি দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজমানি দেওয়া হবে।