ওস্তাদ রাস্তায় কোথাও পুলিশ পাইনি

চোরাকারবারি কাল্লু খাঁ তার সাগরেদকে ডেকে বল্লল, ’যাতো দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কিনা।’
খানিক পরেই সাগরেদ একদল পুলিশ নিয়ে হাজির। বলল, ‘ওস্তাদ, রাস্তায় কোথাও পুলিশ পাইনি, তাই থানা থেকেই ডেকে নিয়ে এলাম।’
কৌতুক সংগ্রাহক : নাওমি আহমেদ, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস স্কুল, মোহাম্মদপুর, ঢাকা।