ওমানে বাংলাদেশ স্কুল মাঠের উন্নয়নে সহযোগিতা

কিশোর বাংলা প্রতিবেদন: ওমানে চট্টগ্রাম সমিতির অনুদানে মাস্কাটের বাংলা স্কুলের খেলার মাঠে সবুজ ঘাস লাগানো হয়েছে। ধূলো-বালির কারণে স্কুল মাঠটি ছিল খেলার পুরোপুরি অনুপোযোগী থাকায় প্রায় ২২ লাখ টাকা খরচ মাঠের উন্নয়ন খরচ হিসেবে অনুদান দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসীদের সংগঠনটি। 

১৯৯৬ সালে চালু হয় বাংলাদেশ স্কুল, মাস্কাট। শহরের আল গোবরায় বর্তমান ঠিকানায় আছে গত ১৫ বছর। বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় দুই হাজার শিক্ষার্থী আছে স্কুলটিতে। শিক্ষায় বেশ সুনাম আছে পুরো মধ্যপ্রাচ্যে। বাংলাদেশ দুতাবাস আর বিত্তবান বাংলাদেশিদের অনুদানেই চলছে স্কুলের কার্যক্রম।

তাই প্রয়োজনীয় অর্থের অভাবে এই দীর্ঘ সময়ে বিশাল মাঠটির উন্নয়ন করা যায়নি। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে যেমন বঞ্চিত ছিল তেমনি মাঠের ধুলো বালির কারণে স্বাস্থ্যগত নানা অসুবিধাও পোহাতে হত।

বাংলাদেশ দুতাবাস আর স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে মাঠ উন্নয়নে এগিয়ে আসে চট্টগ্রাম সমিতি ওমান। গত মার্চে শুরু হয় মাঠ সবুজায়নের কাজ। গতমাসে শেষ হয় ঘাস বসানোর পুরো কাজ। এখন অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের।