কিশোরবাংলাপ্রতিবেদন: এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষাণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত করা হবে।
আজ বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।
পরে মিজানুর রহমান বলেন, এ বিষয়ে হাইকোর্ট ২০১৪ সালে একটি সুয়োমোটো রুল দিয়েছিলেন। সেই মামলায় আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। আজ আদালতে বলেছেন, নির্ধারিত ফি এর বাইরে কোনো ফি যেন আদায় করতে না পারে এবং না করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্কতার বিষয়ে জ্ঞাত করতে হবে।
যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এর ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ৩০ দিনের মধ্যে বর্ধিত আদায়কৃত ফি ফেরত না দিলে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি স্থগিত থাকবে। অতিরিক্ত ফির জন্য কোনো শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখা যাবে না বলেও আদেশ দিয়েছেন আদালত।
মিজানুর রহমান আরও বলেন, স্থগিত কমিটির কেউ পরবর্তী সময়ে ৩ বছর আর সদস্য হতে পারবে না। আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৪ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।
২০১৪ সালের ১০ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় ‘আটগুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।