কিশোরবাংলাপ্রতিবেদন: জাপানের ওয়াকোয় গত ৬ ডিসেম্বর শুরু হয়েছিল আসরটি। দশম এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে গত কদিনে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশের কোন শ্যুটার। চতুর্থ দিনে দেশকে একটি সুখকর সংবাদ এনে দিয়েছেন তরুণ শ্যুটার অর্ণব শাহরিয়ার। ১০ মিটার এয়ার রাইফেলের এককে রৌপ্য পদক জিতেছেন তিনি।
রুপা জেতা অর্ণবের স্কোর ২৪৯.৫০। এই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন চীনের ঝ্যাং ২৫০.০ স্কোর করে। আর ২২৮.২ স্কোর করে ভারতের তুষার ব্রোঞ্জ পদক পান।
এই সাফল্য এনে দিয়ে অর্ণব সুযোগ পেয়েছেন আগামী যুব অলিম্পিকে সরাসরি খেলার। আগামী বছর অক্টোবরে এই গেমসটি বসছে আর্জেন্টিনায়।
বিকেএসপির হয়ে খেলা অর্ণব এর আগে জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় দারুণ খেলেছিলেন। হয়েছিলে আসরের সেরা সেরা শ্যুটার। সে ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক আসরেও সাফল্য পেলেন তিনি।
এর আগে গতকাল শুক্রবার গেমসের পুরুষ দলগত বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। ১৮৪৯.৭ স্কোর করে আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বী হাসানে মিলে এই স্কোর করেন। এই ইভেন্টে চীন স্বর্ণ এবং জাপান রৌপ্য পদক জিতেছিল।
অবশ্য একই দিনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। ৪১০. ১ স্কোর করে ২১তম হন তিনি।