খেলাধূলা এনা ফেনী মিডিয়া কাপ টুর্ণামেন্ট সম্পন্ন March 30, 2018March 29, 2018 Kaushik Ahmed এনা, ফেনী, মিডিয়া কিশোর বাংলা প্রতিবেদন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এনা ফেনী মিডিয়া কাপ টুর্ণামেন্ট। ফেনী পাইলট হাই স্কুল মাঠে খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে বিজয় সিংহ রাইডার্সকে ৪৫ রানে হারিয়ে জয় লাভ করে মুহুরী ওয়ারিয়ার্স। পরে সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি ও অতিথিরা। মিডিয়া কাপের সমন্বয়ক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় ও ফেনী মিডিয়া স্পোর্টস ফোরামের আহ্বায়ক আতিয়ার হাওলাদার সজলের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, এএসপি সার্কেল জুনায়েত কাউসার, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, খেলার টাইটেল স্পন্সর এনা পরিবহনের জেনারেল ম্যানেজার আতিকুল আলম প্রমূখ। ফেনী মিডিয়া স্পোর্টস ফোরামের আয়োজনে রোববার সকালে শুরু হওয়া এ ক্রিকেট কাপে জেলার সকল সংবাদকর্মীদের ৮ দল অংশগ্রহণ করে। বাকি দলগুলো হলো, হায়দার ক্লিনিক-কহুয়া কিংস, জে ওয়ান লুব্রিকেটস-সালাম নগর এক্সপ্রেস, রেডিক্স হোটেল-শমসের গাজী ফাইটার্স, বনিটো কমিউনিকেশন- রাজাঝি রয়্যালস, হোপ ইন্টারন্যাশনাল স্কুল-বিলোনিয়া চ্যালেঞ্জার্স, নাভানা ফার্নিচার্স-সেনেরখিল সিক্সার্স। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related