কিশোরবাংলাপ্রতিবেদন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়া সম্ভব। সরকারের তরফ থেকে শিশুদের জন্য প্রতি জেলায় শিশু পরিবার রয়েছে। সেখানে এসব শিশুর বাবা-মায়ের মতো স্নেহ-মমতায় বড় করে তুললে তারাই হবে আগামীর ভবিষ্যৎ।
বৃহস্পতিবার সকালে গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণভাবে সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ক্যাপিটেশন গ্রান্ট দেয়া হয়। অর্থাৎ ওই শিশুদের একাংশের ভরণপোষণের খরচ দেয়া হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানগুলোকে সমাজসেবা মন্ত্রণালয়ের অধিভুক্ত হতে হয়।
রাশেদ খান বলেন, সমাজের হিতৈষী ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় এ ধরনের শিশু সদন বা এতিমখানা খুলে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছেন। কিন্তু গোলাপ খাঁ শিশু সদনটি এর ব্যতিক্রম, যা সম্পূর্ণ ব্যক্তিউদ্যোগে প্রতিষ্ঠিত। ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে।
এ সময় গোলাপ খাঁ শিশু সদনের সভাপতি রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর জেনারেল (অব) আমসা আ আমীন, শিশু সদনের পরিচালক বিলকিস বানু, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।
এর আগে সকাল ৮টায় মন্ত্রী গোলাপ খাঁ শিশু সদনে এলে তাকে সুসজ্জিত ব্যান্ড দল সাদর সম্ভাষণ জানায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।