মার্চ ২০২১ সংখ্যা
বন্ধুরা, কিশোর বাংলা’র মার্চ, ২০২১ সংখ্যা নিয়ে তোমাদের সাথে সাথে স্বাধীনতার মাসে চলে এসেছি আমরাও। এবারের স্বাধীনতা দিবসটা বেশ অন্যরকম। কারণ আসছে ২৬শে মার্চেই হয়ে যাবে বাংলাদেশের ৫০ বছর।
১৯৭১ সালের ২৬শে মার্চ যে স্বপ্ন দেখেছিল কোটি বাঙালি, সেই স্বপ্ন এবার পাবে সুবর্ণজয়ন্তীর তিলক। বন্ধুরা, তোমরা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের সঠিক ইতিহাস জানবে। এই ইতিহাস আমাদের গর্বের, আনন্দের, সম্মানের।
এই মাসের ১৭ তারিখেই আমাদের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাঁর জন্মদিনেই আবার আমাদের জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাই আমরা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে, মুক্তিযুদ্ধের সময়ের সকল জাতীয় নেতাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো।
বন্ধুরা, স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী তোমরা অবশ্যই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই পালন করবে।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেশকে ভালবাসো আর কিশোর বাংলা’র সাথেই থাকো।