এক লোক গেছেন চিরুনি কিনতে

লোক : ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙ্গে গেছে….।
দোকানদার : একটা কাঁটা ভেঙ্গে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
লোক : নারে ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!
কৌতুক সংগ্রাহক : নাওমি আহেমদ, মোহাম্মদী হাউজিং লিঃ, মোহাম্মদপুর, ঢাকা।