কৌতুক এক কৃপণ গেছে চিরুনি কিনতে… February 2, 2018February 1, 2018 Kishore Desk কৃপণ, চিরুনি কৃপণ : ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরনোটার একটা কাঁটা ভেঙে গেছে। দোকানদার : একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়। কৃপণ : না রে ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে! কৌতুক সংগ্রাহক : মোসাম্মৎ সেলিনা হোসেন, মোহাম্মদপুর, ঢাকা। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related