একা গাড়ি চালিয়ে ১৩০০ কিমি পাড়ি দিল কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: কিশোর বয়সে রোমাঞ্চের ছোঁয়া নিতে অনেকেই অ্যাডভেঞ্চারের নেশায় দুঃসাহসী কর্মকাণ্ড করে বসে। তেমনই কাণ্ড করেছে অস্ট্রেলিয়ার ১২ বছরের এক কিশোর, একা গাড়ি চালিয়ে ১৩০০ কিলোমিটার পাড়ি দেয়ার পর পুলিশ আটক করেছে তাকে।

নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে গাড়িটি থামায় পুলিশের টহল দল। পুলিশ বলছে, নিউ সাউথ ওয়েলসের কেন্ডাল থেকে ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাবার চেষ্টা করছিল কিশোরটি।

তাকে আটক করে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয়। কিশোরটির মা-বাবা পুলিশের কাছে আগেই জানিয়েছিল যে তাদের ছেলে নিখোঁজ। রোববার তারা এসে কিশোরটিকে নিয়ে যায়। পুলিশ জানায়, কিশোরটি তার বাসার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। তার মা-বাবা সে চলে যাবার পরপরই তাকে নিখোঁজ হিসেবে তাকে পুলিশের কাছে জানিয়েছিল। ছেলেকে খুঁজছিল তারা।

একা এবং সবার দৃষ্টি এড়িয়ে কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকা পাড়ি দিয়েছে। নিউ সাউথ ওয়েলসের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *