একাদশ রাজ্য শিশু কিশোর উৎসব হলদিয়ায়
কিশোর বাংলা প্রতিবেদন: রাজ্যের সংস্কৃতি দফতর ও শিশু কিশোর অ্যাকাডেমির উদ্যোগে পশ্চিমবঙ্গের হলদিয়ায় শুরু হল একাদশ রাজ্য শিশু কিশোর উৎসব। হলদিয়া পুরসভা এবং হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এই উৎসব শুরু হয়৷
২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন ব্যাপী এই উৎসব চলবে। হলদিয়ার দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ে কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম ও সিটিসেন্টার সংলগ্ন রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান হবে।
উৎসব উপলক্ষে মূকাভিনয়, যন্ত্রবাদন, ম্যাজিক, নাটক, শ্রুতি নাটক, পুতুল নাটক, নৃত্যনাট্য, লোক অনুষ্ঠান হবে। রাজ্যের সমস্ত জেলা থেকে নির্বাচিত শিশু কিশোর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করবে। শিশু ও কিশোরদের মধ্যে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রয়াস।