কিশোরবাংলাপ্রতিবেদন: বর্ষায় শিশুর প্রতি যত্ন নিতে হয় সবচেয়ে বেশি। সাধারণত বড়দের তুলনায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই এই আবহাওয়ায় শিশুদের অসুখের পরিমান বেড়ে যায়। বর্ষায় প্রধান সমস্যার একটি হচ্ছে- এই রোদ এই বৃষ্টি। এই কারণে আবহাওয়া কখনো গরম হয়ে ওঠে, আবার কখনো ঠাণ্ডা ভাব। তাই শিশুকে সুস্থ রাখতে এই বিষয়গুলোতে নজর দিতে হবে।
এ সময় আদ্র আবহাওয়ায় শিশুর শরীরে যেন ঘাম বসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শিশু বৃষ্টিতে ভিজলে পরে স্বাভাবিক পানিতে মাথাটা ধুয়ে দিন আর দ্রুত মাথা ও শরীর ভাল করে মুছে দিন।
বৃষ্টির দিনে রাতে ঠাণ্ডা কিংবা গরমে শিশুর বুকে ঠাণ্ডা বসে যেতে পারে। তাই বুকের ওপর হালকা কোনো কাপড় রাখতে হবে। সেই সঙ্গে বেশি ঘেমে যাচ্ছে কি না সেদিকেও খেয়াল করতে হবে।
শিশুর গায়ে নোংরা পানি লাগলে তা থেকে চর্মরোগ হয়। শিশুর পোশাক যেন স্যাঁতস্যাঁতে না হয় খেয়াল রাখতে হবে। প্রতিদিন জীবাণুমুক্ত পানিতে শিশুকে গোসল করানো ভাল।