এইচএসসি পরীক্ষার ফল ১৯ জুলাই

কিশোর বাংলা প্রতিবেদন: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৯ জুলাই।  ওই দিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ২ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়ে মে মাসে ব্যবহারিক পরীক্ষা নেয়ার মধ্যদিয়ে শেষ হয়।  এ বছর ২ হাজার ৫৪১টি কেন্দ্রে ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।